#প্রাথমিক চিকিৎসা সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকা একজন ব্যক্তি এবং সমাজ উভয়ের জন্যই সহায়ক। এটি আপনাকে এমন ব্যক্তিদের টিকিয়ে রাখতে সহায়তা করে যারা শেষ পর্যন্ত দুর্ঘটনায় বা যেকোন দুঃখজনক পরিস্থিতিতে আহত হয়ে প্রয়োজনীয় সাহায্য না আসা পর্যন্ত। প্রাথমিক চিকিৎসার দক্ষতা বাড়িতে, কর্মক্ষেত্রে বা সর্বজনীন স্থানে পরিচালনা করা যেতে পারে, তাই আরও বেশি প্রাথমিক চিকিৎসায় দক্ষ লোক। যে সমাজে আছে, সেই সমাজ তত বেশি নিরাপদ।

মানবদেহ আঘাত, অসুস্থতা ও ট্রমাতে সংবেদনশীল। আমরা জানি না কখন আমাদের নিজেদের বা আমাদের ভালোবাসার লোকদের বা আমাদের চারপাশের লোকদের ওপর আঘাত আসতে পারে।

প্রাথমিক চিকিৎসা হলো সামান্য বা গুরুতর অসুস্থতা বা আঘাতজনিত যেকোনো ব্যক্তিকে জীবন রক্ষা করতে, অবস্থার অবনতি থেকে বাঁচতে বা পুনরুদ্ধারের জন্য যত্নসহকারে দেওয়া প্রথম বা তাৎক্ষণিক সহায়তা। এটির মধ্যে পেশাদার চিকিৎসাসহায়তা পাওয়ার আগে গুরুতর অবস্থায় প্রাথমিক হস্তক্ষেপ অন্তর্ভুক্ত রয়েছে, যেমন: ছোটখাটো অবস্থার চিকিৎসা দেওয়া, প্লাস্টার বা ব্যান্ডেজ করা, একজন আহত রোগীর রক্তপাত বন্ধ করার উপায় প্রয়োগ করে জীবন বাঁচানো, পাশাপাশি পেশাদার চিকিৎসাসহায়তা পাওয়ার আগে কার্ডিওপলমোনারি পুনর্বাসন (সিপিআর) সম্পাদন করা। প্রাথমিক চিকিৎসা সাধারণত এসব বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত কেউ করে থাকেন। সুতরাং গুরুতর পরিস্থিতিতে যত্ন নেওয়ার জন্য, খারাপ থেকে আরও খারাপ হওয়া বা চিকিৎসাসহায়তা না আসা অবধি সুস্থ রাখার জন্য প্রত্যেকের কিছুটা প্রাথমিক জ্ঞান থাকা ভালো।

ফাস্ট এইট শিখতে চাই? মেনুতে ক্লিক করুন